অধিক জ্ঞান তুই অর্জন করে সাধারণে দিস ফাঁকি,
কলমের প্যাঁচ পাকাতে তাই দ্যাখছিরে তোর নাই জুড়ি;
জালিয়াতি,হটকারিতায় জ্ঞানের মূল্য থাকলো কী?
অধিক জ্ঞান তুই অর্জন করে সাধারণে দিস ফাঁকি,
সত্যের প্যাঁচে ধরবে যেদিন রদ হবে সব চালাকি,
বিত্তের মোহে না বুঝে কার সাজলি নাটাই'য়ের ঘুড়ি
অধিক জ্ঞান তুই অর্জন করে সাধারণে দিস ফাঁকি,
কলমের প্যাঁচ পাকাতে তাই দ্যাখছিরে তোর নাই জুড়ি।