সত্য কথা কইতে গেলে
লাগে বড়ই তিতা,
সাধুর বেশে ভণ্ডরা সব
শয়তানের'ই মিতা।
নিজ কে জ্ঞানী ভাবে ওরা
আপনা ঢোল'ই পেটায়,
রকমফের তার গাত্র জ্বলন
সংস্কারে সে চমকায়।
জন্মে স্বাধীন মানব জাতির
দেয় কে মুখে তালা?
ঐ জ্ঞানপাপীর পুড়তে সে মুখ
জ্বালা অগ্নি জ্বালা।