নিজ ভূমিতেই ওরা পরাধীন
স্বাধীন বিচরণ ভাগ্য আজন্মের কাঙ্ক্ষা
জন্মেই পরাধীনতার শৃঙ্খল ভাঙবার দুর্বার প্রচেষ্টা
স্বাধীনতার আস্বাদন হয়নি পাওয়া প্রজন্মের পর প্রজন্মের
জন্মেই দেখিছে ঝলসে যাওয়া জীবন মৃত্যু খেলা
লাশের পর লাশ বিস্ফোরিত বোমায় অথবা বুলেটে
অগ্নিদগ্ধ বিগলিত লাশের দুর্গন্ধের বিষাক্ত ছোবল
বীভৎস হায়নার দল
ফুটফুটে কোমলমতি শিশুদেরও নেই ছাড়
পাষাণ তাণ্ডবের উন্মত্ততায় মত্ত ওরা রক্ত নেশায়
ছুঁড়ছে কামান ফেলছে বোমা মারছে মানুষ বেশুমার
হায় দুর্ভাগা জাতি ফিলিস্তিনি!
এক আল্লাহ ছাড়া কেউ পাশে নেই জানি
অস্তিত্ব রক্ষায় অবুঝের প্রাণ সেও ছুটে মারণ তাণ্ডবে
স্বজনের রক্তে বিধৌত মাতৃভূমি রক্ষায় ছুটে
ছুটে বিজাতীয় হতে পবিত্রভূমি রক্ষার নিমিত্তে
মৃত্যুঞ্জয়ী জাতি ওরা
পরোয়া করেনা এক আল্লাহ ছাড়া
বিশ্বের সম্মুখে বারবার গর্জে দাঁড়ায় হুংকারী
ওরাই সত্যিকারের বীরের জাতি
নিপিড়ীতের অহংকার ওরা ফিলিস্তিনি