আভিজাত্যের চুড়ান্ত সিঁড়ি স্পর্শ করেছো জানি
তোমার মুঠোয় এখন ইচ্ছেরা খায় লুটোপুটি,
পেয়েও যাচ্ছো যা খুশি তার সকলই হাত বাড়ালেই -

জানি যে স্মৃতি আর তাড়িত করে না
অনাহুত সে খিদে বাড়ানোর ইচ্ছে তোমার অন্তত নেই,
তুমি জানো কি করে অতীত ভুলে পরিপাটি থাকা যায়।

যে শিউলি ঝরে নিশি শেষে
শুনিনিকো অনুযোগ তার কোন,
তাই কি তারে খোঁচাতে লাগে এতো ভালো?

কেমন আছ?
হোয়াটস অ্যাপে ম্যাসেজ
কি চমৎকার নিয়ম করে বছর ছ'মাস অন্তর অন্তর
কী বোঝাতে চাও বোলবে আমায়?
ভালোবাস খুব তাই-না?
বেশ দিয়েছো প্রমাণ, এই যে লিখো "কেমন আছো"
হোক না বছর বছর পর কিংবা তারও বেশি…

আজো নেই কোন অনুযোগ -
নিভৃতে ভাবি জীবনের দেনাপাওনার পরিসংখ্যান,
আর নিজের কাছেই প্রশ্ন রেখে যাই বারবার
এতটুকুই কী প্রাপ্য আমার?