বিশ্ব আজি তপ্ত উনুন
জ্বলছে প্রকৃতি,
পঙ্কিলতার করতে বিনাশ
পাল্টালো রীতি।
রূদ্রমূর্তি করছে ধারণ
চিত্ত পাষাণ তার,
সেই দহনের প্রতাপে সব
হচ্ছে যে ছারখার।
অনাবৃষ্টির প্রকোপে আজ
নামে দুর্গতি,
তপ্ত জলে পুড়ছে জলজ
ক্ষিতি"র খুব ক্ষতি,
অতি খরা'র তীব্রতায় আজ
পুড়ছে সবুজ বন,
তপ্ত হাওয়ার স্পর্শে সবার
জ্বলছে দেহ মন।
ও সুধীজন ধরো চরণ
প্রভু মায়াময়,
তাহার দয়ায় তপ্ত ধরা
হবে শান্তিময়।