পুরনো সে প্রেম যদি দেয় ধরা নোতুনের মতো করে
নব কিশলয় সম সবুজের ছোঁয়া লাগে অন্তরতলে
অনুরাগে ওঠে ভরে অপূর্ণ ব্যথিত হৃদয়খানি

জানি আমি জানি
ফুরোবে এবার বিনিদ্র নিশি জাগার তৃষিত ক্ষণ
একাকীত্বের যাতনা সকলি নিমিষেই দেবে ছুট
দীর্ঘ বিরহ মেলিবে পাখনা উদোম আকাশে ফের
সাদা আর নীলে মাখামাখি যেথা
হারাবো দু'জনে অতৃপ্ততার ব্যথা ভুলে অজানায়

মুখপানে যবে অপলক র'বে চেয়ে
দুখ ভুলানোর মিষ্টি মায়াবী হাসির ফোয়ারা যত
আছড়ে আছড়ে পড়বে ব্যথীর দাহে
শীতল পরশে জুড়াবে অপ্রাপ্তির তপ্ততা সব
জোছনা ছড়ানো নিবিড় রাতের সম
মায়ায় ভরিয়ে দিতে পুনঃপুন এসো মন মোহনায়