কৈশোরের দুরন্তপনা আর
উদ্দাম ছুটাছুটি এপাড়া ওপাড়ায়,তখনও
আমার স্কুল ফাঁকি দেয়ার ইচ্ছেই জাগেনি কখনো, ক্লাসের বড় বোনদের স্নেহ ভালোবাসার মায়া আমাকে- আষ্টেপৃষ্টে বেঁধে রাখতো সকল সময়,
এই জন্যে আমায় টিটকিরিও কম সহ্য করতে হয়নি!
বড় বাড়ির সন্তান আমি,তাই
ছোট থেকেই বড়দের সাথেই স্কুলের যাত্রা শুরু,
মজার ব্যাপার হলো,বড়দের সাথে স্কুলে গেলেও- কখনও ছোটদের সাথে মেশা হতোনা আমার,
কারন আমি বড়দের ক্লাসেই বসতাম,
আমার পাঠ শুরুই হয় দ্বিতীয় শ্রেণী দিয়ে.……
তা নিয়ে আমার কোন আক্ষেপও ছিলোনা কখনোই,
বরং বড়দের বন্ধু হিসেবে পেয়ে ধন্য হয়েছি।
ওরা যাই করুক না কেন!
আমার বিষয়ে তারা বরাবরই বেশ সতর্ক,
এই অভিভাবকত্বের শূন্যতায় ব্যথিত হই আজো!
সময়ের পরিক্রমায় একে একে সবাই ব্যস্ততায় আবদ্ধ,
নিজেকেও গুছিয়ে নিয়েছি সাবলীলভাবেই-
স্ত্রী সন্তানদের নিয়ে গড়েছি জীবনের প্রশান্তির নীড়,
আলহামদুলিল্লাহ,আছি বেশ ভালো,তবুও-
খুব ব্যথিত হই আমার ছেলেবেলার কথা ভেবে-
যাদের সাথে বড় হয়েছি তারা অনেকেই ভালো নেই,
কারো কারো খোঁজ জানিনা,চেষ্টা করেও হয়েছি ব্যর্থ!
চিৎকার করে বোলতে ইচ্ছে করে!
ওগো আমার হারিয়ে যাওয়া অতীত-
আমার শৈশব,কৈশোরের সাথি,কে কোথায় আছো-
ফিরে এসো ফেলে যাওয়া অতীতের তীরে
এসো আর একটিবার মিলিত হই নিষ্কলুষ ভালোবাসায়…