আসবে কবে বৈজ্ঞানিক এমন
যার সৃষ্টিতে হবে নূতন দিনের সূচনা
দখলে নিবে অনায়াসে আত্মার স্বাধীনতা
এমনই এক পৃথিবী চাই আমি
যেথায় কেউ খোঁজ করবেনা আর মানবতা
আঘাতে কেউ করবেনা উঁহু আর
বিদ্রুপের হাসি দৈবাৎ টুটিবে সকলই
হাজারো নির্মমতা আর স্বেচ্ছাচারিতায় র'বে নির্বাক
অনুভূতির বিন্দুমাত্র থাকবেনা রেশ
যন্ত্র চালিত হবে বিবেক সত্তা
শোষকের অভিলাষে ব্যবহৃত হবে যন্ত্র সেই
নির্বিঘ্নে প্রতিষ্ঠিত হয় হোক অমানবিকতা