একটা বাঁধ চাই আকাশে ঠেকবে এমন
সুরক্ষা অথবা আত্মরক্ষা যাই বলো বোলতে পারো
এবার একটা বাঁধ চাই-ই চাই

অতর্কিত বানে গৃহহারা স্বজনহারা কতো পরিবার
মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ কত শিশু বৃদ্ধার
বানের জলে কতো ফসলি মাঠ নিমিষেই হলো সারা
সহায় সম্বল হারিয়ে মানুষেরা আজ বড্ড দিশেহারা

এবার একটা বাঁধ চাই
একটা বাঁধ হয়তো বাঁচাতে পারে
লাখো কোটি দরিদ্র মানুষের ক্ষুধার অন্ন
বিস্তীর্ণ ভূমির আবাদ রক্ষার্থে এবার একটা বাঁধ চাই
দেশের সম্পদ ও মানুষের প্রাণ রক্ষার নিমিত্তে
এবার একটা আকাশ ছোঁয়া বাঁধ চাই  

হাজার হাজার কোটি টাকা প্রাচার যেখানে সামান্য
সেখানে দেশের মানুষ বাঁচাতে এ দাবী কী খুব বেশি

চাই না ওদের লুটের লোভের অর্থ আর
বিত্তে নির্মিত হোক আমাদের স্বপ্ন আগামীর
আমরা বাঙালি বীরের জাতি
এখনো আছে দেহে প্রাণ আঠারো কিংবা বিশ কোটির

প্রতিকার চাই
চাই না ভিক্ষা কারো ত্রাণ কিংবা অনুদান
কেউ একজন এগিয়ে এসো
হাতটি বাড়াও দেখো সাহায্যের হাত রয়েছে অগণন

খোলে দাও একটি হিসাব
সারা বাংলা করবে দান নুন্যতম একদিনের উপার্জন
শুরু করো আবারো একটি সংগ্রামের সূচনা
দেখো একদিন সফল হবোই হবো ইনশাআল্লাহ