আকাশের বিষণ্ণতা একদমই চাইনা আমি
কে চেয়েছে তার আঁখিজল? লাভটাই বা কী তাতে?
যেখানে ভরে আছে আজন্মের আগাছা,তার গোড়ায় জল!
চাই না এই শীতলতার নামে জঞ্জাল বৃদ্ধির কৌশল।

একটা অগ্নিবৃষ্টি চাই
এবার জ্বলেপুড়ে ভস্ম হোক অনৈতিকতার বিষবৃক্ষ
নির্মূল হোক ধরণীর বুক হতে অভব্য পৈশাচিকতা
আবার জাগুক শ্যামল প্রকৃতি নবীন সজীবতায়
রোপিত হোক ধরণীর বুকে নির্মল প্রেম আর মানবতার
কলুষ সব হোক দূর,প্রতিষ্ঠা পাক গণমানুষের ন্যায্যতা।