এমনি ভাবেও রক্তের নেশায় উন্মত্ত হওয়া যায়?
সংস্কারের দাবী করা কী এতটাই ছিলো অপরাধ?
কতশত তাজা প্রাণের হলো অবসান!স্থাপিত হলো-
পৃথিবীতে বুকে নব্য বর্বরোচিত কলঙ্কের ইতিহাস!
চাপা কান্নারা সমবেত আজ
লাখো কোটি নিপীড়িত জনতাও নেমেছে মৃত্যুর মিছিলে
শিশু,যুবা,বৃদ্ধা,রিকশাওয়ালা কিংবা খেটে খাওয়া-
মজুর সবাই নেমেছে রাজ পথে মানবিক তাড়নায়,
তরুণ ছাত্র সমাজ সংস্কারের দাবীতে একাত্ম
বায়ান্ন'র শ্লোগান আবার এসেছে ফিরে উত্তাল জনসমুদ্রে
"আমার ভায়ের রক্ত
বৃথা যেতে দেবো না"
নয়া প্রজন্মের সূচিত বিপ্লবের সাড়া পড়েছে-
বেইজিং,কোলকাতা,দিল্লি,আমেরিকা,মধ্যপ্রাচ্যে
বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিরস্ত্র ছাত্রদের সক্ষমতা,
অস্ত্র নয় কলম যোদ্ধরা বিশ্ব বিবেকে দিয়াছে নাড়া
বুক পেতে মৃত্যুকে করেছে সদর্পে আলিঙ্গন!
কবি,কেরানি,শিল্পী,অভিনেতা হতে শুরু করে
শিক্ষক,বুদ্ধিজীবী,শিশু,অভিভাবক,রিক্সাওয়ালা
এমনকি খেটে খাওয়া দিন মজুর,সর্বস্তরের জনগণের হৃদয় বিদীর্ণ হয়েছে তরুণ মেধাবী-
ছাত্রদের গুলিবিদ্ধ লাশ আর স্বজনের কান্নায়!
একেই বুঝি বলে গণজাগরণ,গণঅভ্যুত্থান
বায়ান্ন,ঊনসত্তর,একাত্তর দেখিনি আমি
আমি দেখেছি আজ ছাত্র সমাজের দুর্বার প্রতিরোধ
আমি দেখেছি অস্ত্রের সম্মুখে কিভাবে বুক চিতিয়ে
দাঁড়িয়ে রয় অসীম সাহসে,হৃদয়ে কত রক্তক্ষরণ হলে
অতি সাধারণও নেমে আসে মৃত্যুর মিছিলে?