আজকে যারা সাজছো বোবা একদিন তুমি পাবে টের,
অন্যের দুখে দাও ঘরে খিল থাকবে ভাবছো খুব সুখে;
তোমার ঘরে পড়লে হানা বুঝবে বেহুঁশ মজা এর
আজকে যারা সাজছো বোবা একদিন তুমি পাবে টের,
দুর্বৃত্ত সে নয়'তো আপন স্বভাব যে তার জুলুমের তোমার ঘাড়ে পড়বে যেদিন কাঁদবে সেদিন ঢের শোকে;
আজকে যারা সাজছো বোবা একদিন তুমি পাবে টের,
অন্যের দুখে দাও ঘরে খিল থাকবে ভাবছো খুব সুখে।