শূন্যের পানে কোন ভাবনায় অনিমিষ চেয়ে থাকি,
মিলাই অংক জীবন খাতার কত তার দেনা বাকি;
প্রাপ্তির আশা যখনি হৃদয়ে তখুনি গহীন ক্ষত,
দৈন্যতার-ই যতো সব দর কষাকষি অবিরত।
খরার কবলে বছর জুড়েই উঠলো ফসল কম,
চাষের মাইনে দিতে গিয়ে তাই যাচ্ছে বেড়িয়ে দম;
পন্য বাজার' তো লাগামহীন ছুটছেই অবিরত,
কম কি'রে ভাই আধপেটে দিন যাচ্ছে ভাগ্যহত।
ছোট চাষি তাই মুখেতে কুলুপ বলার সাধ্য নাই,
সব সয়ে যাই মাটির শরীর উঠলেও মুখে ছাই;
তবুও সুখের মিথ্যে হাসির যাই অভিনয় করে,
পায়ের তলার মাটিটুকু যেন যায়না'কো দূরে সরে।
লুটেরার দল মিলেমিশে সব করছে সাবাড় দেশ
তোষামোদে রই মত্ত সদাই খুশীর নাই'কো শেষ;
এই আছি বেশ সোনার দেশের সোনার মানুষ ভাই,
প্রতিবাদহীন সুখের জীবন ঝক্কি ঝামেলা নাই।