জ্বলছে আগুন দাউদাউ
বেগুন পটল ঝিঙে কেউ নয় কারও কম
বরবটিও এবার ধরেছে বায়না এত দাম কেন লাউ
রাতারাতি বৃদ্ধি সয়াবিনের বাজার
গুণ বিচারে কাঁচামরিচের ন্যায্যতা তারও দরকার
গ্যাসের বাজার যেন রক্তচক্ষু এক লাফে শ'সতেরো
বাঁশ যত জনতার ভাগ্যটা দ্যাখতে বড়ই চমৎকার
কেউ মরে হা-হুতাশে
কেউ খোঁজে ক্যামনে খাওয়া যায় ফাউ
টি সি বি'র লাইনেও শকুন চোখের তীক্ষ্ণতা
নেই বাঁধা দেদারসে কব্জি ডুবিয়ে খাও
এইবার বুঝে গ্যাছে মুরগিগুলিও
চুপিসারে সেরেছে নিজেদের দাবী আদায়ের বৈঠক
নেতার নির্দেশ বন্ধ কর্ তোদের সকল বকবক
আজ হতে সস্তায় বিকি হবো না আর
এই হলো আমাদের নয়া অঙ্গিকার
শুধু উচ্চমূল্য আদায়েই ক্ষান্ত হবেনা আর
কি দরকার কষ্ট করে এত বড় ডিম পাড়ার
তাই তারা ছোট ডিম পাড়ার কৌশল করেছে আবিষ্কার বুঝেছে ওরা বাঙালির সবই সয় এবার ঠ্যালা সামলাও