ছিলো যারা এতদিন হৃদয়ের কাছে,
ভেবেছিলাম তাহারা রবে সুখে-দুঃখে;
সময় বদলে দেখি নেই কেউ পাশে,
মমত্ববোধের রেশ নেই কারো বুকে।

দুর্দিন আসিলে হায় দূরে রয় সবে,
হাজারো মিনতি পড়ে লুটায়ে জমিনে;
দিন যায় অসহায় একা হই ভবে,
অন্ধকার চারিধার বিপদের দিনে।

ওগো প্রভু তুমি বিনে নেই কেউ আর,
দুর্বলে চায় তোমার সাহায্যের হাত;
কাণ্ডারি হয়ো প্রভু দুখী এ বান্দার,
দূর করো জীবনের অমানিশা রাত।

তুমি ছাড়া নিঃস্ব বুঝি এ বেলায় এসে
জীবনের অনুভবে পাই অবশেষে।