সত্য ন্যায়ের সম্মুখ দাঁড়ায় নাই'রে বুকের ছাতি,
দিনের আলোয় বিতৃষ্ণা তার স্বস্তি আঁধার রাতি;
কুটকচালি নিত্য নীতি,
সর্বক্ষেত্রে স্বজনপ্রীতি,
দৌলত মোহে পাষাণ প্রাণে ডুবায় আপন জাতি,
দিনের আলোয় বিতৃষ্ণা তার স্বস্তি আঁধার রাতি।
পঙ্কিলতায় ধরছে ঘিরে ডুবছে আশার বাতি,
দুর্বৃত্তায়ন সব মহলেই ফাটছে জাতের চাঁদি;
ফুরায় না আর আঁধার রাতি,
হয় না উদয় আশার ভাতি,
ন্যায়ের ঝাণ্ডা পায়ে পিষে পুড়ছে নিজের জ্ঞাতি,
দিনের আলোয় বিতৃষ্ণা তার স্বস্তি আঁধার রাতি।
দুর্ভাগারা কেউ ভালো নেই শুন'রে দু'কান পাতি,
তোর সে বাক্যি বিষের ছুরি যেনো পরান ঘাতি;
জীবন তো নয় যন্ত্রপাতি
রাখবি বসা'য় আসন পাতি,
বোলতে গেলেই কোন কথা দিস্ দেখিয়ে জাঁতি,
দিনের আলোয় বিতৃষ্ণা তার স্বস্তি আঁধার রাতি।