সুখের কিবা হোক না দুখের থাকেনা তো কারো দিন
আশা তবু সৃষ্টি সুখের ভাবনা হৃদের অন্তহীন,
নাই ক্লান্তি আর নাই'রে দ্বিধা;
ভাবনা নাই তার উল্টো সিধা;
নিঃশঙ্ক প্রাণ ছুঁটছে আজি দুর্নিবার তেজ নিশিদিন,
বইবে না আর এ দুখের ভার ঘুচবে এবার আখের ঋণ।
বেঁচে থাকার আকাঙ্ক্ষারা স্বপ্ন দ্যাখে নয়ন ভর
আশার বাসা বাঁধতে জানে হোক না ধুধু বালুচর,
আসুক না ঝড় ভাঙুক বাসা;
হাল ছাড়েনা বাঁচার আশা;
লড়ে যাওয়ার হুংকারেতে উচ্চ তাহার কণ্ঠস্বর,
দৃঢ় প্রাণে ঘুরে দাঁড়ায় দ্যাখে স্বপন বাঁধবে ঘর।
জীবন যুদ্ধের জয়পরাজয় ভাবনা কেনো বল্ এতো
প্রভুর চরণ দাও শঁপে প্রাণ করো তাহার প্রেম ব্রত,
সত্য ন্যায়ের গাও জয়োগান;
নৈতিকতায় বাঁধো পরাণ;
আত্ম সুখে ভরবে হৃদয় হবেই সকল দুখ গত,
দ্যাখবে সুদিন আসবে দ্বারে ভুলবে তুমি সব ক্ষত।