তুমিই আমার সকল কাজে
দাও প্রেরণা সকাল সাঁঝে,
ক্লান্তির চোখের তন্দ্রা তুমি
ঘুম পাড়াও মোর নয়ন চুমি।

আবার জাগি নামে তোমার
হৃদয় জুড়েই খুশির বাহার,
তোমার নামে প্রশান্তি পাই
আখের দিনে তোমারে চাই।

হইনা যত গোনাহগার আজ
করছি কাজা কতো নামাজ,
তাই বলে কি ছাড়ছি দাবী
পানা চাই যে গোর আজাবি।

দয়ার সাগর প্রভু আমার
করো ক্ষমা ওগো গাফফার।