একই রক্ত মাংসে সৃজন
অজাত কারে কও,
জাত বিজাতের দ্বন্দ্ব ভুলে
আপন করে লও।

ধর্মের দোহাই দাওনা যতোই
ধর্মে কী রয় ভেদ?
কেনো মিছে করছো সবাই
অনাহুত প্রভেদ।

এসো সবাই একসাথে গাই
মানব প্রেমের গান,
শান্তি সুখের জগত সাজাই
চেতনায় এক প্রাণ।