কোন এক নিদ হীন গহীন রজনীতে
পড়িবে যবে আমায় স্মরণীতে,
ব্যকুলতায় যদি উঠে ভরি তৃষিত হৃদয় তোমারি
অঝোর ধারায় নামিলে আঁখি বারি!
তখনো কী রাখিবে আমায় অসীম ক্ষমায়?
বিস্মৃত অতীতের আহ্বানে দিবে কী সাড়া পরম মমতায়?
গাইবে কী গান মিলনের সুরে মন মোহনায়?
করিবে কী মোহিত তোমারি বেণুর সুরের মূর্ছনায়?