তোমার উঠুন জুড়ে
উপচে পড়ে সুখের ফাগুন
দূর আকাশের কালো মেঘ গিয়াছে কাটি
ও আঙ্গুলের হেলদোলে দোলায়িত ধরণী
স্বপ্নে ভাসি না আর আমি
জানি আমি বেশ
সর্ষে ইলিশ এখন মধ্যবিত্তের দুঃস্বপ্ন
ছেড়েই দিয়েছি মলঙ্গি আর বাতাই এর চচ্চড়ির আশা
বিক্ষিপ্ত চেতনার মৃত্যু দেখি হররোজ
তাই সারি সারি দুখের বাগান সাজাই না আর
জানি ঐ ফাগুনের ভাগ এতটুকুও নেই আমার
মেনেই নিয়েছি জন্মে আমার দুঃখই বারমাস