.      তখুনি তো আমি বুঝেই নিয়েছি
      এ নয়'তো আর শুধু কাছে ডাকা ।।
এ যেন আমায় দুঃখ দেয়ার নিত্য নতুন কৌশল।


       মেনেই নিয়েছি জীবনে আমার
       রয়েছে অশেষ ব্যথার পাহাড়।।
ঝরবেই যদি যায় ঝরে যাক মোর আঁখি জল
কেন মিছে করো কাজল ও আঁখি অশ্রু সজল
এ যেন আমায় দুঃখ দেয়ার নিত্য নতুন কৌশল।


       তখুনি তো আমি বুঝেই নিয়েছি
       এ নয়'তো আর শুধু কাছে ডাকা ।।
এ যেন আমায় দুঃখ দেয়ার নিত্য নতুন কৌশল।


        বেশ জানো তুমি চাইনি কখনো
         তোমাদের সেই সুখের প্রাসাদ.
          তবুও ললাটে বাঁধলো জমাট
          চির  জনমের  বিরহ বিষাদ।।


বিষাদ দহনে পুড়া অন্তরে পুড়াবে কী বলো
কোন ছলে এসে আবার করছো আঁখি টলমল
এ যেন আমায় দুঃখ দেয়ার নিত্য নতুন কৌশল…


       তখুনি তো আমি বুঝেই নিয়েছি
       এ নয়'তো আর শুধু কাছে ডাকা
এ যেন আমায় দুঃখ দেয়ার নিত্য নতুন কৌশল।