ছুটছে সময় নিয়মের পথ ধরে
আবার কালের আবর্তে হারিয়েও যায় সময়
কখনোই যায়না ধরে রাখা শত অনুনয়ে
শুধু কালের সাক্ষী হয়ে রয়ে যায় সময়ের পরিসংখ্যান
কখনো উদ্দাম বিলাসে উবে যায় নৈতিকতা কারো
ক্ষমতার জৌলুশে চৈতন্য হারানো রাজা বাহাদুর হলেও
সময়ের পরাকাষ্ঠায় দেখে নিও নিস্তার নেই তারও
তবুও মানুষ দোসর হয় পাপিষ্ঠ শয়তানের
বেমালুম যায় ভুলে সময়ের বিচার
উদ্ভট কার্যে উন্মত্ত হয়ে ভুলে যায় অতীতের শিক্ষা
ভুলে যায় মানুষ সময়েই চূর্ণ করে ধরার যত অহংকার