নিস্তব্দ রজনী
নিবিড় সুনসান চারদিক
শহরটা আজ ঘুমে বিভোর নেই কোন হল্লা
গাড়ির আনাগোনাও খুব নগন্য
মেঘাচ্ছন্ন দূর গগনের চাঁদও নিয়েছে ছুটি
যেনো কোন বিষাদ লেগে আছে আকাশের গায়!
জালনার দ্বারে বসে একাকী
চেয়ে থাকি অনিমিখ ক্লান্তিহীন নয়ানে
দূর হতে দূর চোখ যায় যত দূর
আরো আরো দূর
চারদিক আঁধার ঘনঘোর,চোখের সম্মুখে মস্ত ফাঁকা
চেনা সবুজ গাছগাছালি ওরাও ঢেকে আছে আঁধারে
তবুও চেয়ে রই বিরামহীন,কেন এই চেয়ে থাকা?
কার প্রতীক্ষার ব্যকুলতায় এ মন এত আনমনা ?
কারে খুঁজি নির্জনতার এই নিকষ আঁধারে!
কার আত্মিক আহ্বানে হৃদয় আজ বড়ই চঞ্চলা?
বৃষ্টি থেমে গিয়েছে হয়নি সময় খুব,তাই-
হিম হিম লাগছে কিছুটা
হবে হয়তো দূরে কোথাও হচ্ছে এখনো,তার উপর-
বৃদ্ধ শরতের ক্রাম্তিকাল,অল্প অল্প শীতের আভাস
এমনি নিঃসঙ্গ রজনীতে কে এলে সঙ্গোপনে-
পাইনি তাহারে ছুঁতে,দেখিনি রূপটি তার,শুধু-
অনুভবে পাই যেনো কোন এক চেনা দীর্ঘশ্বাস।