নিস্তব্ধ রজনী বিদঘুটে অন্ধকার চারদিক
আঁধারের যাত্রী আমরা হাহুতাশে ছুটেছি দিগবিদিক
জীবন পথের বাঁকে বাঁকে দেখি ক্ষুধার্ত হায়নার দল
আচমকা হুমকিতে উর্ধ্বশ্বাসে হই দলছুট
হুমড়ি খেয়ে পড়ি ওত পেতে থাকা ব্যাঘ্রের মুখে

দীর্ঘ আঁধারে পরাভূত জীবন মশাল
আলোর দ্যাখা নেই কোথাও
মৃত্যুভীতির রাজ অন্ধকার সাম্রাজ্যে প্রতিয়মান
ভয়ংকর মৃত্যুর ফাঁদে অসহায় জনগোষ্ঠী
নিরস্ত্র নিরন্ন মানুষের সাথে লড়াই বাঘ সিংহের
এ লড়াই অধিকারের নয় শুধু প্রাণে বাঁচার

আশার শেষ প্রদীপটুকুও দানবের মুখ
সাহায্যের ছলে আষ্টেপৃষ্ঠে বেঁধে নিয়েছে মন্ত্রবলে
রক্তচোষার দল মেতেছে উন্মত্ততায়
দানব আর রাক্ষসী মিলেছে ধ্বংস যজ্ঞের নেশায়
এই আঁধারের মহা মিলনে সূচিত হবে দীর্ঘ আঁধারের