পর কে দিয়ে শাসিয়ে আজ ভাবছো আছো বেশ,
দখলদার হয় আপন কারো শুনছো তোমরা কেউ?
ধরবে যেদিন গর্দান তোমার বুঝবে তাহার রেশ,
পর কে দিয়ে শাসিয়ে আজ ভাবছো আছো বেশ,
অসময়ে হায় ফিরলে হুঁশ দ্যাখবে সবই শেষ,
আখের বেলায় বিফল হবে যে সকল ঘেউঘেউ;
পর কে দিয়ে শাসিয়ে আজ ভাবছো আছো বেশ,
দখলদার হয় আপন কারো শুনছো তোমরা কেউ?