ও মিয়া জ্বী আজকে তোমার দানের হাত'টি খুব প্রসার,
কোন্ সে কর্ম করছো তুমি কোথায় পেলে এই টাকা;
দ্যাখছে সমাজ জীবন ভরেই ছিলে তুমি খুব বেকার,
ও মিয়া জ্বী আজকে তোমার দানের হাত'টি খুব প্রসার,
দালালবৃত্তি করে ও ভাই যাচ্ছ গড়ে এই পাহাড়,
পাবে না তার ফল'টি জেনো দ্যাখবে শেষে সব ফাঁকা
ও মিয়া জ্বী আজকে তোমার দানের হাত'টি খুব প্রসার,
কোন্ সে কর্ম করছো তুমি কোথায় পেলে এই টাকা।