দেখেছি জীবনে কত তমসার খেলা,
বারেবারে ভাসা-ডুবা লোভ সরোবরে;
ঐশ্বর্য লভিতে কারো ভুবে স্বপ্ন ভেলা,
তারি মাতমে বিভোর ডাকিছে ঈশ্বরে।
ভুলে যায় সহসায় অতীতের ক্ষত,
ফের নামে পৈশাচিক উন্মত্ত খেলায়;
বিশৃঙ্খল জীবনের প্রদর্শনি যতো,
শুদ্ধতার আয়োজন দুরূহ হেলায়।
স্খলিত মননে পুষে অনিষ্ট সর্বদা,
অনাচারে নিমজ্জিত জীবনের পাঠ;
ফিরে না হুঁশ মস্তকে যদি পড়ে গদা,
দাম্ভিকতায় মিলিছে যেথা ভ্রষ্ট বাট।
জানেনা কখন ওরা হারিয়েছে সব,
এতটুকু বুঝিবারে নাই অনুভব।