ডাকলে কে গো এই অবেলায় নিবিড় ঘন আঁধারে,
কোন বিরহীর সুরের মাতম তুললো যে তার সেতারে,
ঝরাপাতার মর্মরেতে পাই'গো শুনতে সুর তারি;
সেই সে বেদন অন্তর ছেদন নামলো যে নয়ন বারি;
তার বিরহের ভীষণ দহে দেয় না নিস্তার আামারে,
ডাকলে কে গো এই অবেলায় নিবিড় ঘন আঁধারে।

মনের দখল নিলে তো বেশ ভাসায় অকূল-পাথারে,
আঁখির আগে থাকো যে হায় আলো কিবা আঁধারে,
তোমার ছবির ধ্যানের নেশায় বিভোর থাকি সর্বদা;
দুঃখ সুখেে যেমন থাকি এই অন্তরেই রও সদা;
সকল কাজে অহর্নিশি চায় গো পরান তোমারে,
ডাকলে কে গো এই অবেলায় নিবিড় ঘন আঁধারে।

পুড়ছে যে মন মনের চিতায় হয় কী শীতল আহা রে!
যার রিক্ততায় এমন জ্বলন পাই না খোঁজে আর তারে,
বোলবে কী কেউ এই অবুঝে কোথায় তারে পাই দ্যাখা;
পোড়া মনের দহন জ্বলা বলো কতো সই একা;
হৃদয় জুড়ায় এমন দাওয়াই পাই বলো কোন্ বাজারে,
ডাকলে কে গো এই অবেলায় নিবিড় ঘন আঁধারে।