ভাঙে যদি ভুল প্রিয় ফিরে এসো তবে,
নির্জনে দেখিবে আজো রয়েছি দাঁড়ায়ে;
হাত ধরো ভালোবেসে ওঠো মোর নায়ে;
পাড়ি দেবো সব বাধা থাকো যদি তবে।

ভালোবাসি চিরদিন জানো তুমি বেশ,
কেন তবে থাকো দূরে মিছে অভিমানে;
সাজাবো ধরণী এসো প্রেমে আর গানে;
রচিবো স্বর্গ সুখের ভাবনা অশেষ।

দূর অভিমানী ওগো কেন দূরে থাকা,
ফিরে এসো বুকে মোর ডাকি নিশিদিন;
দূরে খেকে হয়েছো কী মনের অচিন?
প্রেম-টুকু আজো জেনো সযতনে রাখা।

দ্বিধা যত দূর ঠেলে এসো বাঁধি ঘর,
দুজনা চির আপন নই কারো পর।