পরানে মোর দোল খেলে হায়
          অলখে লুকায়
            কে গো তুমি
              মায়াবীনি।
    
  চপলা চঞ্চলা ওগো সুহাসিনী
          চিনি ওগো চিনি
            প্রেমময়ী হৃদ
              শিকারিণী।