কোন্ ভবিষ্যৎ দিচ্ছো উপহার?
কার হতে সমর্পিত হচ্ছে আগামীর প্রত্যাশা
কোন্ স্বপনে বিভোর হলে নিষ্ঠুর,
মোহের আধিক্যে বন্ধ রেখেছো বিবেকের দ্বার!

এ স্বপন কার?
এ কী স্বপ্ন? না কী প্রতিশোধের আয়েশী অহংকার!
কার স্বপন বাস্তবায়নে এত তোড়জোড় ?
জৌলুস মোহে অন্ধত্ব করেছো বরণ
নিজের নয় করছো বরং অন্যের স্বপ্নের বাস্তবায়ন
শুনেছো কী কারো চোখ অন্যের হয়ে স্বপ্ন দ্যাখে?
চোখ যার স্বপ্ন দ্যাখে তার এটাই বাস্তবতা,
চিল শকুনের দল খুঁজে শুধু নিজেরই আহার।

নির্বোধের ন্যায় পেটাচ্ছো ঢোলক বেশ
নিশ্চয়ই বোলবে এবার খুব ভালো আছে সন্তানেরা
সুদখোরের টাকায় যাচ্ছে কেটে দিন দুধেভাতে
বেড়েই যে চলছে এ ঋণের বোঝা ভাবছো কী একবার?

এইতো শুরু বিস্তারের
আবারো কুচক্রীর দল মেলতে শুরু করেছে ডানা
নিখুঁত কৌশলে সক্রিয় হচ্ছে পরাতে গোলামীর জিঞ্জির
ভিটেমাটি সবই করবে কব্জা ধীরে ধীরে
আধিপত্যের গোড়াপত্তন আনলে যেচে ভয়ানক গৌরবে
চিরকাল পারবে কী বয়ে যেতে এ কলঙ্ক ভার?

হয়েছো নির্লজ্জ মানহীন
হারিয়েছো নীতির বুলি আউড়ানোর সক্ষমতা,তাই
অপর কে দিয়ে সন্তান শাসনে বিবেকে বিঁধে না আর?
নিজের অক্ষমতা ঢাকতে কাকে দিয়েছো শাসন ভার?

হায় কর্তা জ্বী বুঝলে না আর !
তোষামোদির জগত গড়ে সুখ হয়েছে কবে কার
ঘরের কর্তা হয়ে ঘর দিয়েছো লাটে
ভাবছো কী?তোমার সন্তানেরাই হচ্ছে পরাধীন
কী দিয়ে শুধিবে এ কলঙ্কের ঋণ?
কেন অদৃষ্টে আনছো টেনে আজন্মের ধিক্কার?