আজি ঘন বরিষণে পড়িয়াছে মনে,
মিলিয়াছি দু'জনাতে বাদলের সনে।
ঝুম বৃষ্টি চারিভিত জনশূন্য ক্ষণে,
হৃদয়ের অতি কাছে এলে আনমনে।

নিবিড় বন্ধনে মোরে বেঁধেছিলে তুমি,
নিমিষে নিলে দখল হৃদয়ের ভুমি।
বৃষ্টিতে ভিজে শরীর মন ভিজে প্রেমে,
অনুভূত হয় যেনো স্বর্গ এলো নেমে।

খুশির ফোয়ারা যেন ধুয়ে দিলো ব্যথা,
তাই আজো মন ছুটে দ্যাখা হয় যেথা।
স্মৃতিটুকু বুকে আজো স্থির বসে আছে,
অতি ভালোবেসে এলে হৃদয়ের কাছে।

নয়ন সলিল স্রোতে ভেসে যায় মান,
সব ভুলে অবশেষে মিলে দুটি প্রাণ।