আজি নূতনের রঙিন ছোঁয়াচ লাগে,
পুলকিত মনে নব শিহরণ জাগে।
কুসুম কাননে সুশোভিত যত ফুল,
শ্যামল কুঞ্জে দেয় ফাগুনের দোল।
নব কিশলয়ে ভরে ঝরে যাওয়া ডালে,
সুখানুভূতির ছোঁয়া হৃদয়ের পালে।
কোকিলের কুহু সুর উঠে ডালে ডালে,
বিরহীত মন ছুটে শিমুলের লালে।
গায় গান পাখি সব তোলে কলরব,
স্মৃতিপটে ভাসে প্রেয়সীর অবয়ব।
দেখেছি কান্তি তারি পলাশের বনে,
খেলিছে দুপুরে খেলা মালতির সনে।
শিউলিরা ফোটে নিশিথের হাত ধরি,
ব্যকুল চিত্ত অনুরাগে উঠে ভরি।
মৌ প্রেমী ভ্রমরা ফুল বুকে দেয় চুম,
তৃষিত নয়নে যেনো আসেনা'কো ঘুম।
সাজে তরুবীথি নব নব ফুলে আজি,
কিশোরীরা ফুল তুলে ভরে নেয় সাজি।
মালা গেঁথে ছুটে চলে পাড়া গাঁয়ে সবে
ফিরে আসে ঘরে সন্ধ্যা নামলে তবে।
গুলমোহরার শাখে দুলে ফুল রেণু,
তারি তলে রাখালির উঠে বাজি বেণু।
বিরহীর বুকে জাগে নব নব আশ,
বসন্ত যেনো চির প্রকৃতি বিলাস।