অতীত দিনের স্মৃতি যদি মনে জাগে,
অনুযোগ পারো যত দিয়ো অনুরাগে;
বুক পেতে ল'বো প্রিয় যতো প্রশ্ন বাণ,
বিনা বাক্যেই করিতে পারি অগ্নি স্নান।
জোয়ারে পানি যেমন আসে তীরে ধেয়ে,
তেমন কোরে আসিয়ো থাকি পথ চেয়ে;
ফিরে এসো হৃদ মাঝে হৃদয়ের টানে,
প্রতীক্ষা অনন্ত প্রিয় তোমা পথ পানে।
চিতার আগুনে পুড়া অবুঝ এ মন,
হতাশ পরানে তুমি মানিক রতন;
প্রশান্তির বারি ওগো ও মুখের হাসি,
মায়াবি কাজল আঁখি বড় ভালোবাসি।
আর নয় দূরে প্রিয় বসো মোর পাশে
অভিমান ঝেড়ে ফেলে টেনে নিয়ো কাছে।