সোনার সংসার নাইবা হলো
নাইবা হলো রাজ প্রাসাদ
অধিক পাওয়া নাইবা হলো
বন্ধুত্বটাই টিকে থাক।
না পাওয়া রয় অনেক কিছুই
হয়তো ভাগ্যে তাহা নেই,
তাই বলে কি আজ হারাতে-
হবে,জীবনের-ই খেই।
বক্র সোজা অনেক পথ-ই
জীবনের অংশ হয়ে রয়,
বন্ধুত্বটা মজবুত হলেই
রয় না আর হারানোর ভয়।
বেলা শেষে ভাবনায় এসে
যখনই তোরা আসিস,
তাই নির্দ্ধিধায় বোলতে পারি
তোরাই তো ভালোবাসিস।