অতীতের স্মৃতি ভেবে কাঁদে যদি হিয়া
যদি আসে ফিরে কিশোর বেলার প্রিয়া।।
বলো না কদাপি ওগো তারে পরকিয়া…
হয়নি'ক পথ চলা কার কোন ভুলে
পারিনি বলিতে কথা কেউ মন খুলে।।
বুকেতে পাথর চেপে রয়ে গেছি দূর-
স্মরণে তবু রেখেছে সেই নিঠুরিয়া…
বলো না কদাপি ওগো তারে পরকিয়া…
অবুঝের সেই ক্ষণে হারাই দু'জনা
যতো তার যায় দিন রই আনমনা।।
ধরিয়া রাখিতে যারে পরিনি কখনো-
খেলিছে খেলা সে যে এই মন নিয়া…
বলো না কদাপি ওগো তারে পরকিয়া…
অতীতের স্মৃতি ভেবে কাঁদে যদি হিয়া
যদি আসে ফিরে কিশোর বেলার প্রিয়া।।
বলো না কদাপি ওগো তারে পরকিয়া…