বিধ্বংসী ঢেউ,
বরাবর রয়েই গেলো পাষাণ
তীর ভাঙতেই যেনো নিত্যকার প্রমোদ,
ভাসিয়ে নেয় কতো ঘর দোর আবাদি ফসল
নিমিষেই নেয় কেড়ে সহায় সম্বল,
তবুও উত্তাল ঢেউ কেন লাগে এতো ভালো?
কে জানে এর উত্তর?বোলবে কি কেউ?
যে ব্যথায় হৃদয়ে ক্ষত
অস্থির দেহ মন,যাতনা অনুক্ষণ
কত বিনিদ্র রাত্রি কেটেছে তাকে ভেবে
নিস্ফল কামনা পুড়িছে একাকীত্বের দহনে
বিদীর্ণ হৃদয়ে কেন আজও তার-ই দখল?
নীরবে যে ঝরিয়ে গেলো নয়নের জল?
বোলবে কি কেউ?কেন সে হয় না মনের গত?