ভালো মন্দ বিচারের বোধ
হারিয়েছে সব নেতায়,
দুর্মতি আর হটকারিতায়
সকলেই আজ অসহায়।
রন্ধ্রে রন্ধ্রে দূর্বুদ্ধি আর
পঙ্কিলতা নোংরামি,
পাপের কাজে খুব মনোযোগ
বৈধতার-ই ভণ্ডামি।
ন্যায় অন্যায়ে নেই ভেদাভেদ
মিলছে তারা একযোগে,
সাধারণের কিনছে মাথা
সরলতার সুযোগে।