স্মৃতিটুকু পুড়ে ফেললে যায় কি ভুলা কারে?
অন্তরে যার রয় বসতি মুছবি কোন প্রকারে!
               দীর্ঘ দিনের ভালোবাসা;
              হৃদয় কোণের স্বপ্ন খাসা;
ক্যামনে ভাবলি ঐ আগুনে পোড়বি স্বপ্নটারে?
অন্তরে যার রয় বসতি মুছবি কোন প্রকারে!

তিক্ত অতীত ভাবছিস আমায় নয়া এই সংসারে,
কত সুখের ছিলাম কারণ ভুললি অহংকারে!
           পড়লো না মোর ত্যাগের কথা;
                দোষ-টি দিলি তুই অযথা;
নির্দ্বিধায় আজ করছিস প্রমোদ বীভৎস সৎকারে,
অন্তরে যার রয় বসতি মুছবি কোন প্রকারে!