বিষণ্ণ আকাশ,সূর্যের তেজ স্তিমিত
মাঝেমধ্যে গুরুগুরু শব্দ বিকট
ক্রমশঃ অন্ধকার ঘনিয়ে আসছে চারদিক
যেন কতো জনমের বিরহ যাতনার প্রতিচ্ছবি।
দিনের বাকী অনেক,তবু মনে হয় যেন
সন্ধ্যা নেমেছে বাঁশ বাগানের মাথার উপর,
দূর হতে আসছে ফিরে সফেদ বক সারি সারি-
কুলায় ফেরার হিড়িক পাখপাখালির
নিমিষেই স্তব্ধতায় পতিত ব্যস্ত চঞ্চল ধরণী!
কতো যুগলের ছাড়াছাড়ি অনাকাঙ্ক্ষিত ঝড়ে-
অস্থির তোলপাড় প্রকৃতির অবয়ব,
ঠিক যেনো প্রিয়ার বিচ্ছেদে দুমড়ে মুচড়ে যাওয়া-
কোন এক পথিক বাউলের বিরহ গাঁথা সুর!
নিমিষেই নিলি সব কিছু কাড়ি রাখলি না আর বাকী…