যে পক্ষীর হয় সদা ডালে ডালে বাসা,
চিরস্থায়ী ভাবা তারে শুধুই দুরাশা;
বোল হারা প্রাণী তবু ধরে বোল মুখে;
সুযোগ পেলে আঘাত দিয়ে যায় বুকে।
আবদ্ধ জীবন যার বড়ো জ্বালাময়,
উড়ুউড়ু মন তার সকল সময়;
মায়ার বন্ধন যতো সবি অর্থহীন;
গার্হস্হ্য জীবনে যেনো নেই কোন ঋণ।
পড়িছে যে জন সেই প্রেমে উদাসীর,
বুক পেতে নিলো যেন বিষমাখা তীর;
শঠতার লাগি প্রাণ যেথায় অস্থির ;
হতাশায় চিরকাল ঝরে আঁখি নীর।
ডুবিলো যে জন দেখে রূপের ঝলক,
স্বেচ্ছায় যেনো গ্রহণ করে হেমলক।