বিস্মৃতি প্রদোষে এলে কোন জ্যোতির্ময়,
দীপ্ত প্রভায় জাগালে স্মৃতি স্মরণীতে;
দূর অতীতের সুর তুলিলে সঙ্গীতে;
কেনো অবেলায় এলে ওগো প্রেমময়।
কত অধীর আকাঙ্ক্ষা পড়িয়াছে ঢাকা,
কেটেছে বিরহ কাল কতো অগণন;
স্মৃতির চাবুকে কতো করেছে শাসন ;
স্বপ্নীল আশার ছবি দেখি সবি ফাঁকা।
কেঁদে কেঁদে শুকিয়েছে নয়নের জল,
চৈত্রের মৃত্তিকা-সম চৌচির অন্তর;
আশাহীন হৃদ যবে ধু-ধু বালুচর;
অসময়ে স্বপ্ন সাধ সবি যে বিকল।
জীবন'তো নয় যেনো জ্বলন্ত প্রস্তর,
অষ্টপ্রহর পুড়িছে বিরহী অন্তর।