এখানে নেমেছে বিদঘুটে আঁধার
চাঁদের উজ্জ্বলতার ছিটেফোঁটাও নেই অবশিষ্ট
মায়াবী জোছনা অস্তিত্ব সংকট অভিমুখে
আকাশ জুড়ে কেবলই আঁধার শুধুই আঁধার

দীর্ঘ এক অন্ধকার রজনী
এ কালো রাত যেন কখনোই পোহানোর নয়
ভয়ার্ত আঁধারে শঙ্কিত জীবনের পরিক্রমা
থেমে আসে চৈতন্যবোধ আঁধারের করালগ্রাসে

একটা সময় কোত্থেকে ছুটে এলো রোশনাই
আশ্বস্ত হতে চেয়েছিলো মন সোল্লাসে
আলো ভেবে বাড়িয়ে দিলো হাত গভীর বিশ্বাসে
আফসোস এ তো আলো নয় যেন যুগান্তরের আঁধার