তোমারি বিরহে উঠে বাজি বীণা মোর
তিয়াসায় ফাটে বুক ঝরে আঁখি লোর।
দিবস যামিনী মোর কাটে হতাশায়,
কি আশে বাঁধি পরাণ কোন ভরসায়।
নেই তুমি কাছে ওগো জানে এই মন,
তবু তুমি থাকো মোর হৃদে সর্বক্ষণ।
দূরে গিয়ে হলে প্রিয়ে অধিক আপন,
অন্তরেতে আছো সদা ওগো প্রিয়জন।
পোড়া মনে তবু সেই স্মৃতি অমলিন,
যাহা কিছু পেয়েছি তা জীবনের ঋণ।
চাহিনা শুধিতে ওগো প্রেমের এ ঋণ,
থাকো দূরে ডাকিবনা আর কোনদিন।
দূরে গিয়ে গড়ো তুমি সুখের পাহাড়,
ব্যাথাটুকু থাক জমা হৃদয়ে আমার।