নদীও শুকায় আসলে তীব্র খরা
স্রোতস্বিনীরা ছুটে ছুটে যায়,তাকায়'না ফিরে আর
দেয় না'কো সারা রয় সদা বাঁধহারা
কেঁদে যায় নদী জল তেষ্টায় কাঁদে'গো শূন্য তট
জল শূন্যতা শুষ্ক বক্ষ তপ্ত বালুকাবেলা
কে বুঝিবে হায় কতো তৃষ্ণায় ফেটে যায় নদী বুক
দহন জ্বলায় পুড়ে খাক সব তাই'তো বাক্যি হারা
কোন দানবের পিপাসার গ্রাসে শুষে নিলো নদী জল
ব্যথা নিঃসীম আশা নিশিদিন যদি ফিরে আসে ফের
তৃষিত বুকের বাড়ায় তৃষ্ণা দূর আকাশের মেঘ
মেঘদল ছিঁড়ে নামেনা ধরায় হাহাকার নদী বুকে
পিপাসায় বুক কাতরায় খুব বাড়ছে নিত্য জ্বালা
ফুরায়ে এলো যে আকাঙ্ক্ষা সব সুখের হলো যে সারা