পরের ঘরের মাতব্বরি এই স্বভাব যার নিত্যকার,
লোকে মন্দ কয় যদিও তবু যে তার হয় না হুঁশ;
অন্যের ভালো তিক্ত লাগে নিজের সবি চমৎকার
পরের ঘরের মাতব্বরি এই স্বভাব যার নিত্যকার,
আপন মনের প্রবৃত্তি কে ঢাকতে কতোই মিথ্যাচার,
বুঝে না'কো তার প্রতি রয় কতো প্রাণের অসন্তুুষ;
পরের ঘরের মাতব্বরি এই স্বভাব যার নিত্যকার,
লোকে মন্দ কয় যদিও তবু যে তার হয় না হুঁশ।