বেদনা চিরকাল সে বেদনা-ই রয়,
শত সুখ লভে হয় কী তা মধুময়?
কি হরিষে তবু মনে জাগে নব আশা,
আশাহত হৃদে বাঁধে ছোট্ট স্বপ্ন বাসা;
নিস্ফল আহাজারিরা ফুটে ফুল বনে,
ভোরের সমীর দেয় দোলা এসে মনে;
ভাবি বসি সুখ বুঝি এলো মোর দ্বারে,
জীবনের বাকী বেলা র'ব বিনা হারে।
ভগ্নহৃদ পেলো যেনো স্বস্তির নিশ্বাস,
বিরহিতার জীবনে এলো সুবাতাস;
ভাঙে নিদ খুলে আঁখি চারিদিক চায়,
সুখ স্বপ্ন ছিলো হায় মিছে মমতায়।
সর্বহারা ভাগ্য যার সুখ ভালে সয়?
অভাগীর বারোমাস বড়ো দুঃসময়।