বাজবে যখনি শেষের বাঁশি
অপ্রস্তুত যাত্রা রথে চলিবো একাকী
কর্ষিত যাহা নিঃশেষে রবে পড়ে
আমারই কেবল থাকবেনা দাবী আর
নিমিষেই হবে সকলই অন্য কারোর অধিকার

হয়তো দু'দিন টিয়াপাখিটিিও রইবে আনমনা
শোক বিহ্বলে মুহ্যমান রবে হয়তো-বা কেউ কেউ
বেলকনির আরামকেদারা'র দোল যাবে থেমে

অতঃপর কালের স্রোতে হারাবে অস্তিত্ব আমার