তোমাকে পাওয়ার পরেই বুঝেছি
জীবনের কঠিনতম বাস্তবতার প্রতীয়মান স্বরূপ
এ তো শান্ত নদীর মতো বয়ে চলা নয় একদমই
যেন উত্তাল সমুদ্রের কূল ভাঙা নির্দয় ঢেউ!

যোদ্ধা আমি মৃত্যু ভয়ে নই তটস্থ
বারবার বুক চিতিয়ে দাঁড়াই শত্রুর অভিমুখে
শত প্রলোভনে টলাতে পারেনি আমায় একবিন্দু
অতঃপর হেরে যাই তোমার নির্লিপ্ততার কাছে
তোমার কলেবরে শকুন হায়েনার আঁচড়,তবুও তুমি-
নিঃসংকোচে নির্লজ্জের মতো রয়েছো প্রতিবাদহীন!